বিসিকনাগরিক অধিকার সনদ: | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
জেলায় বেসরকারী মালিকানাধীন ক্ষুদ্র,মাঝারী ও কুটির শিল্পের সম্প্রসারন,উন্নয়ন ও বিকাশের বিসিক বগুড়া জেলা কার্যালয় পৃষ্ঠপোষক হিসাবে কাজ করে আসছে। শিল্প উদ্যোক্তা বাছাই,উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ, শিল্প প্রকল্প প্রোফাইল তৈরী,শিল্পের রেজিষ্ট্রেশন প্রদান,নকশা নমুনা উন্নয়ন ও বিতরণ,কারিগরী তথ্য প্রদান,শিল্প নগরীতে উন্নত পস্নট বরাদ্দ,ঋণ ব্যবস্থাকরণ ইত্যাদি সেবা শিল্প মালিকগণকে অব্যাহতভাবে প্রদান করা হচ্ছে। বিভিন্ন সেবার মধ্যে গুরুত্বপূর্ন সেবাসমুহ নিম্নে বর্ণিত হলো। ঋণ সহায়তা প্রদান: ‘‘ লক্ষটাকায়’’ | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
সার্বজনিন লবণ আয়োডিনযুক্ত করণ প্রকল্প:
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
থায়রয়েড হরমোন তৈরীর জন্য দেহে আয়োডিন প্রয়োজন। থায়রয়েড হরমোন রক্তের মাধ্যমে চলাচল করে দেহের বিভিন্ন অংশের প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। বিশেষ করে মসিত্মস্ক ও স্নায়ুতন্ত্রের স্বাভাবিক বিকাশের জন্য আয়োডিন দরকার। আয়োডিন(পটাসিয়াম আয়োডেট) লবণে বৈজ্ঞানিক পদ্ধতিতে মিশ্রণ করা হচ্ছে। বিসিকের নিবন্ধনপ্রাপ্ত ২৭৪টি লবণ শোধনাগারে এ কার্যক্রম চলছে। শিল্প মন্ত্রনালয়ের তরফ থেকে বিসিক তদারকী করছে। মোলস্না,মধুমতি,সুন্দরবন,তীর,সোহাগ,যমুনা,এসিআই,কনফিডেন্স,ব্রাক ইত্যাদি ব্রান্ডের আয়োডিনযুক্ত প্যাকেট লবণ বগুড়ায় পর্যাপ্ত সরবরাহ রয়েছে। বিসিক,বগুড়া এ বিষয়ে মনিটরিং করছে। | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
এক নজরে বগুড়া বিসিক শিল্প নগরী: | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
শিল্প নগরীর অবস্থান : মৌজা-ফুলবাড়ী (বগুড়া পৌরসভা) জমির অধিগ্রহনের সন ও জমির পরিমান : ১৯৬৪ইং জমির পরিমান-১৪.৫০ একর(পুরাতন এলাকা) ১৯৮০ইং জমির পরিমান-১৮.৬৭একর(সম্প্রসারন এলাকা) মোট = ৩৩.১৭ একর প্রকল্পের পূর্নাংগ কাজের সমাপ্তি : ১৯৮০ইং ও ১৯৮৩ইং। মোট প্রকল্প ব্যয় : (৩০.৯২+১৪০.২৩)=১৭১.১৫ লক্ষ টাকা। প্লটের ধরন ও সংখ্যা ক) ‘‘এ’’টাইপ প্লট: ৪৭ টি খ) ‘‘বি’’টাইপ প্লট: ১০৯ টি গ) ‘‘সি’’টাইপ প্লট: ২৪ টি ঘ) ‘‘ডি’’টাইপ প্লট: ২৬ টি ঙ) ‘‘এস’’টাইপ প্লট: ২৭ টি মোট : ২৩৩ টি প্লট সংখ্যা জমির পরিমান মোট বরাদ্দযোগ্য : ২৩০ টি ২৮.২৭ একর অফিস ও অন্যান্য কাজে ব্যবহৃত : ০৩ টি ০.৩১ একর রাস্তা, ড্রেন ও কালভার্ট ব্যবহৃত : ৪.৫৯ একর জমির পরিমান। মোট ৩৩.১৭ একর মোট বরাদ্দকৃত পস্নটের সংখ্যা : ২৩০ টি মোট শিল্প ইউনিটের সংখ্যা : ৯৩ টি খাতওয়ারী শিল্প ইউনিটের সংখ্যা : উৎপাদনরত-নির্মানাধীন-বন্ধ/নিক্রীয়-মোট ক) প্রকৌশল শিল্প : ৩৯ টি ০২ ০১টি ৪২টি খ) টেক্সটাইল শিল্প : ০২ টি -- -- ০২টি গ) খাদ্য ও সহায়ক শিল্প : ৩৩ টি -- -- ৩৩টি ঘ) কেমিক্যালওফার্মাসিউটিক্যাল : ০৭ টি ০১ ০৩টি ১১টি ঙ) পেপার বোর্ড ও মুদ্রন শিল্প : ০১ টি -- -- ০১টি চ) গস্নাস সিরামিক শিল্প : ০১ টি -- -- ০১টি ছ) শ্রেনী ভূক্ত নয় এমন শিল্প : ০৩ টি -- -- ০৩টি মোট : ৮৬ টি ০৩ ০৪টি ৯৩টি
জমির একর প্রতি নগদমূল্য এবং কিস্তিমূল্য: ক) প্রতি একর জমির মূল্য ৬.০০ লক্ষ (নগদ) খ) প্রতি বর্গফুট জমির মূল্য ১৩.৭৮টাকা (নগদ) গ) প্রতি বর্গফুট জমির ১০বছরের কিস্তিতে মূল্য ১৭.১০ (৫%হারে সুদ সহ)টাকা। শিল্প নগরীর বিভিন্ন খাতে আদায়ের তথ্য জমির কিস্তি, সার্ভিস চার্জ, ভূমি উন্নয়ন কর, পানির বিল ও অন্যান্য খাতে শুরু হতে এপ্রিল/১০ইং পর্যন্ত। ক) আদায়যোগ্য টাকার পরিমান : ৩০৫.১৬ লক্ষ টাকা। খ) আদায়কৃত টাকার পরিমান : ২৭১.৭৭ লক্ষ টাকা। গ) আদায়ের হার : ৮৯% শিল্প কারখানার মোট বিনিয়োগ : ৭১.৬০কোটি টাকা। কর্মসংস্থান : ৫০২০ জন। শিল্প ইউনিটগুলির বার্ষিক উৎপাদন : ৩৩৫.৭০কোটি টাকা। শিল্প ইউনিটের মাধ্যমে সরকারকে দেয় : ২৯.৬০কোটি টাকা(আয়কর, ভ্যাট ও শুল্ক,বিদ্যুৎ টেলি:খাজনা,সার্ভিস কর(শুরম্ন থেকে জুন/১০ইং পর্যন্ত) চার্জ ইত্যাদি)।
পুরাতন বিসিক শিল্প নগরী বগুড়ায় উদ্যোক্তাগণকে বরাদ্দ দেয়ার মত পস্নট নেই। এ দিকে বগুড়া জেলায় অবকাঠামোসুবিধা সহ শিল্প পস্নট প্রাপ্তীর যথেষ্ঠ চাহিদা রয়েছে। চাহিদার প্রেক্ষিতে বগুড়া সান্তাহার রাস্তা সংলগ্ন ছয়পুকুরিয়া এলাকায় বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের অধিগ্রহনকৃত ১৫.৪২ একর অব্যবহৃত জায়গা বিসিক দ্বিতীয় শিল্প নগরী স্থাপনের লক্ষ্যে একটি প্রস্তাব সরকারের নিকট পেশ করা হয়েছে। একনেক কর্তৃক উক্ত জায়গা বিসিককে হস্তান্তর করার অনুমোদন দেয়া হলে বিসিক শিল্প প্লট তৈরী করে শিল্প উদ্যোক্তাগণকে বরাদ্দ প্রদান করতে পারবে। এতে অনেক শিল্প স্থাপন হবে এবং অনেক লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। উত্তরবঙ্গের প্রান কেন্দ্র বগুড়া শিল্পে অনেক অগ্রসর। শিল্প বিনিয়োগ তফসীলের প্রায় সকল খাতে যেমন: ১। খাদ্য ও সহায়ক ২। বস্ত্র ও সহায়ক ৩। পাট ও সহায়ক ৪। কাঠ,বণ ও সহায়ক ৫। পেপার বোর্ড প্রিন্টিং ও প্যাকেজিং ৬। টেনারী, লেদার রাবার ৭। ক্যামিকেল ফার্মাসিউটিক্যাল ও সহায়ক ৮। গ্লাস, সিরামিক, মেটাল ও সহায়ক ৯। প্রকৌশল ১০। বিবিধ এ সকল খাতের শিল্প গড়ে উঠছে। তন্মধ্যে প্রকৌশল খাতের শিল্পের বিকাশ অনেকটা অগ্রগামী। জেলায় বিসিক শিল্প নগরী ও শিল্প নগরীর বাইরে জেলা সদর ও বিভিন্ন উপজেলায় ৩২০টি ঢালাই কারখানা এবং ৬৯৮টি হালকা প্রকৌশল কারখানা সহ মোট ৯৭৮ টি প্রকৌশল শিল্প স্থাপিত হয়েছে। ঢালাই শিল্পের কাঁচামাল-কাষ্ট আয়রন, পিগ আয়রন,এলস, এম,এস,রড সি,এফ সীট, পিতল, তামা, ম্যাঙ্গানিজ, বালু ইত্যাদি ব্যবহার করে লায়নার, পিষ্টন, হ্যান্ড টিউবওয়েল, প্লাঞ্জার, গজনপিন, পেনিয়াম, হলার, ক্রাসার, বিয়ারিং, সেন্ট্রিফিউগাল পাম্প, অন্যান্য কৃষি যন্ত্রপাতি প্রস্ত্তত করা হচ্ছে। এ সকল আনফিনিসড প্রডাক্ট, হালকা প্রকৌশল কারখানা সমুহে ফিনিসিং হচ্ছে। হালকা প্রকৌশল কারখানা সমুহে গ্রীল, সাটার, গেট, ষ্টিল ফার্নিচার ফিকচার ইত্যাদি ছাড়াও কৃষি যন্ত্রপাতি তৈরী হচ্ছে। দেশের কৃষি ক্ষেত্রে ব্যবহৃত যন্ত্রপাতির চাহিদার শতকরা ৭০% বগুড়ায় তৈরী হচ্ছে। মেসার্স রহিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস প্রাইভেট লি: প্রো:মো:আমির হোসেন, কাটনারপাড়া, বগুড়া। জমি নিরানী যন্ত্র, শস্য কর্তন যন্ত্র, ভূট্রা মাড়াই যন্ত্র, বীজবপন যন্ত্র, শস্য ঝাড়াই যন্ত্র, শস্য মাড়াই যন্ত্র, পাথর ভাংগা মেশিন পস্নাষ্টিক পাইপ তৈরী মেশিন, ক্রাসার মেশিন, জৈব্য ও মিশ্রসার তৈরী মেশিন অটো গুটি ইউরিয়া সার তৈরী মেশিন স্বয়ং ক্রিয় অটো ফিসফিড, পোলট্রি ফিট তৈরী মেশিন, সেমাই তৈরী মেশিন ইত্যাদি যন্ত্রপাতি কার্য্য ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। যা বাস্তব উদাহরণ। | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
এক নজরে বগুড়া জেলায় সেকটর ভিত্তিক বিদ্যমান ক্ষুদ্র,মাঝারী ও কুটির শিল্পের তথ্যাদি নিম্নরূপ : | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
বগুড়া জেলার উপজেলা ভিত্তিক কুটির শিল্পের কারুপল্লী/শিল্পগুচ্ছের তথ্য: | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|